কালকিনিতে জমি নিয়ে বিরোধে বড় ভাইকে খুন
মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে কবির হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছোট ভাই সবুর হাওলাদারের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্দী এলাকায় এ ঘটনা ঘটে। প্রথম আলোকে রাত নয়টায় এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।
নিহত কবির হাওলাদার একই এলাকার মৃত আলতাজউদ্দিন হাওলাদারের মেজ ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কবিরের সঙ্গে তাঁর ছোট ভাই সবুরের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে এর আগেও তাঁরা সংঘর্ষে জড়ান। কয়েকবার স্থানীয়ভাবে সালিসও হয়েছে। শনিবার বিকেলে কবির তাঁর দাবি করা জমিতে গেলে বাধা দেন সবুর। প্রথমে হাতাহাতি হলেও একপর্যায়ে সবুর ধারালো অস্ত্র দিয়ে বড় ভাইকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন কবিরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালকিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুজ্জামান বলেন, ‘জমি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। আমরা কয়েকবার মীমাংসা করার চেষ্টা করেছি। তারপরও হঠাৎ আজ (শনিবার) বিকেলে ছোট ভাই সবুর ও তাঁর ছেলেরা মিলে কবিরকে কুপিয়ে মেরে ফেলল। ঘটনাটি খুবই মর্মান্তিক।’
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সুস্মিতা রায় বলেন, ধারালো অস্ত্র দিয়ে কবিরের শরীরে কোপানো হয়েছে। তাঁর গলায় কোপ দিয়ে শ্বাসনালি কেটে ফেলা হয়েছে। এ কারণে হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
ওসি নাজমুল হাসান বলেন, জমিজমা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাই তাঁর বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সবুর ও তাঁর ছেলেরা পলাতক। পুলিশ তাঁদের ধরতে কাজ শুরু করেছে। কবিরের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।