কুষ্টিয়ায় যুবলীগ নেতার প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর

মারধরপ্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর উপজেলার আল্লাহরদর্গা এলাকায় এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ব্যক্তির নাম তারেক আল-মামুন (৩৫)। তিনি দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদের (টোকেন চৌধুরী) ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে উপজেলার আল্লাহরদর্গায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে শ্রমিক সরবরাহ করে আসছিল। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে প্রতিষ্ঠানটিতে আরেক পক্ষ শ্রমিক সরবরাহ করে আসছে। গতকাল বিকেলে পুরোনো কিছু খাতাপত্র নিয়ে ঘটনাস্থলে হিসাব-নিকাশ করতে গেলে তারেক আল-মামুনকে মারধর করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় কয়েকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, তারেকের শরীরের বেশ কিছু জায়গায় শক্ত কিছু দিয়ে আঘাত করার চিহ্ন দেখা গেছে। তাঁকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেছেন বুলবুল আহমেদ চৌধুরী। অন্যদিকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।