তরুণীকে ধর্ষণচেষ্টার পর হত্যার অভিযোগ, আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে এক তরুণীকে (১৯) ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে করা মামলার আসামি নাজিম উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নাজিম উদ্দিন সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার মৃত সৈয়দ আহমদ ও রুকিয়া বেগমের ছেলে। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল প্রথম আলোকে নিশ্চিত করেছেন ।

গত মঙ্গলবার রাত দুইটার দিকে চন্দনাইশে নানার বাড়ির শৌচাগার থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এ সময় ঘরের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর নানা-নানিকেও উদ্ধার করা হয়। তাঁদের প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, গত বুধবার রাতে নিহত তরুণীর বাবা বাদী হয়ে চন্দনাইশ থানায় ধর্ষণচেষ্টা ও হত্যা মামলা করেন। মামলায় নাজিম উদ্দীনকে একমাত্র আসামি করা হয়। গোয়েন্দা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।