ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে দুটি ফ্লাইট অবতরণে দেরি

সৈয়দপুর বিমানবন্দরছবি: প্রথম আলো

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রানওয়ে। এই আবহাওয়ার কারণে সকাল ৮টার দুটি ফ্লাইট অবতরণে দেরি হচ্ছে।

এ সম্পর্কে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, সকালের ফ্লাইট বাতিল করা হয়নি, তবে শিডিউল বিপর্যয় ঘটেছে। সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ও এয়ার অ্যাস্টার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নামতে পারেনি। বেলা ১১টার পর আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, আজ ভোর থেকে এই এলাকা কুয়াশায় ঢেকে গেছে। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকার কথা থাকলেও সেখানে মাত্র ৫০ মিটার ভিজিবিলিটি রয়েছে। ফলে বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে।

সৈয়দপুর বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৬টি ফ্লাইট চলাচল করে। এর মধ্যে দুপুর ১২টার আগে ৩টি ফ্লাইট। এর আগে গত ১৩ অক্টোবর কুয়াশার কারণে ২টি ফ্লাইট অবতরণে দেরি হয়।