দশম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার জন্য চিত্রকর্ম–লেখা আহ্বান

তানভীর মুহাম্মদ ত্বকীফাইল ছবি

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর জন্মদিন উপলক্ষে ‘দশম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৪’ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে চিত্রকর্ম ও লেখা পাঠাতে হবে। আজ মঙ্গলবার বিকেলে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০ জনকে সার্টিফিকেট, বই ও ক্রেস্ট প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বই, বিশেষ ক্রেস্ট ও সার্টিফিকেট এবং প্রথম স্থান অধিকারীকে ‘ত্বকী পদক ২০২৪’ প্রদান করা হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০টি লেখা ও চিত্রকর্ম নিয়ে আকর্ষণীয় স্মারক ত্বকী প্রকাশিত হবে।

আরও পড়ুন

প্রতিযোগিতার বিষয় সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগের জন্য যেকোনো বিষয়ে ছড়া বা কবিতা (১৪ থেকে ২০ লাইনের মধ্যে), অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগের জন্য যেকোনো বিষয়ে ছোটগল্প (৫০০ শব্দের মধ্যে), কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত ‘গ’ বিভাগের জন্য ‘ত্বকীকে নিয়ে যেকোনো বিষয়ে রচনা’ (১ হাজার ৫০০ শব্দের মধ্যে)। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ এবং চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগের বিষয় উন্মুক্ত। সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগের বিষয় ‘ত্বকীর একটি ছবি আঁকো’। চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত। কার্টিজ পেপারের চার ভাগের এক ভাগ (১০ গুণ ১৫ ইঞ্চি) আকারের কাগজে ছবি আঁকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্পষ্ট অক্ষরে খামের ওপর নাম, ঠিকানা, শ্রেণি ও ফোন নম্বর লিখে এর সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে পাঠাতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগীদের ছবির পেছনে সুস্পষ্টভাবে ইংরেজিতে নিজের নাম লিখতে হবে। পাঠানোর ঠিকানা: দশম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৪, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, ২৭ এস কে রোড, নারায়ণগঞ্জ। প্রয়োজনে ০১৮১৩৫৩৫১৫৫, ০১৭১১৬৯৩৭৫৭ মুঠোফোন নম্বরে ও [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন