স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের পাশে কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি, আহত ২
গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের আংশিক) নির্বাচনী আসনের মাওনা ইউনিয়নের সলিংমোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেনের (সবুজ) নির্বাচনী কার্যালয়ের পাশে তাঁর কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে ওই এলাকার শফিকুল ইসলামের মালিকানাধীন মিম ইলেকট্রনিকস নামের একটি শোরুমে এ ঘটনা ঘটে। গুলিতে শোরুমের কাচ ছিদ্র হয়ে গেছে। কাচের টুকরোর আঘাতে ভেতরে থাকা দুজন আহত হয়েছেন।
আহত দুজন হলেন, মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাজেদুল ইসলাম ওরফে সুরুজ (৪৫) এবং নুরুল ইসলাম (৪০)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুজনই স্বতন্ত্র প্রার্থীর কর্মী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রুমানা আলীর কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁর অভিযোগ।
মিম ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী শফিকুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, মুহাম্মদ ইকবাল হোসেনের নির্বাচনী কার্যালয়ের পাশেই তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান। রাত ৯টার দিকে চার-পাঁচটি মোটরসাইকেলে করে সাত থেকে আটজন ব্যক্তি নৌকার মিছিল করতে করতে এসে রাস্তায় দাঁড়িয়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে সাজেদুল ইসলাম ওরফে সুরুজ, মজিবুর রহমান, মাযহারুল ইসলাম ও নুরুল ইসলাম অবস্থান করছিলেন। তাঁরা সবাই স্বতন্ত্র প্রার্থীর কর্মী। গুলিতে ভাঙা কাচের টুকরার আঘাতে ভেতরে থাকা চারজনের মধ্যে দুজন আহত হন।
শফিকুল ইসলাম দাবি করেন, সম্প্রতি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের পাশে অবস্থিত স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়েও নৌকার প্রার্থীর লোকজন হামলা করেছিল। ওই ঘটনায় তার দোকানের সিসি ক্যামেরায় ধারণ করা হামলার ফুটেজ তিনি সরবরাহ করেছিলেন। এতে তাঁর ওপর ক্ষুব্ধ ছিল হামলাকারীরা। সেই ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী রুমানা আলীকে একাধিকবার কল করা হয়, প্রতিবারই সংযোগ কেটে দেন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, নির্বাচনী প্রচারণায় বাধার সৃষ্টি করতেই নৌকার প্রার্থীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা ইয়াসমীন ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজমীর হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখান থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। আমরা তদন্ত করছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেব।’