পাটগ্রাম সীমান্তে আটকের পর এক হিজড়াকে ফেরত দিল বিএসএফ

সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে সশস্ত্র বিএসএফ জওয়ানদের পাহারা
ছবি: রয়টার্স

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক হিজড়াকে আটক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। আজ শনিবার সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া সীমান্তের ৮৪৩ নম্বর প্রধান পিলারের কাছ থেকে তাঁকে আটক করা হয়।

এ খবর জেনে সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করে। এ সময় ওই হিজড়াকে ফেরত দিয়েছে বিএসএফ। আটক ওই হিজড়ার নাম বিলকিস আক্তার। তাঁর বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার রশিদপুর গ্রামে। তাঁর বাবার নাম আবদুস সামাদ।

বিজিবি ও স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, আজ সকালে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া সীমান্তের ৮৪৩ নম্বর প্রধান পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন হিজড়া বিলকিস আক্তার। তাঁর কাছে পাসপোর্ট-ভিসা ছিল না। সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ৩০ থেকে ৪০ গজ অভ্যন্তরে তাঁকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ। এ সময় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁকে আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যান। পরে বিজিবির সদস্যরা স্থানীয় লোকজনের কাছে জানতে পারেন, এক ব্যক্তি অবৈধ পথে ভারতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন।

পরে ৯৮ বিএসএফ ব্যাটালিয়ন চ্যাংড়াবান্ধা কোম্পানির সঙ্গে বিজিবির তিস্তা ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বুড়িমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাসুদ রানা ও চ্যাংড়াবান্ধা বিএসএফ কোম্পানি কমান্ডার এসি সুরেশ কুমারসহ বিজিবি ও বিএসএফের সদস্যরা। পতাকা বৈঠক শেষে বুড়িমারী স্থলবন্দরের শূন্যরেখা দিয়ে ওই হিজড়াকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বিজিবির বুড়িমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাসুদ রানা প্রথম আলোকে বলেন, ‘বিএসএফের হাতে আটক হিজড়া বিলকিস আক্তারকে বিএসএফ আমাদের কাছে হস্তান্তর করেছে। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার দায়ে পাসপোর্ট আইনে মামলা দিয়ে তাঁকে পাটগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’