কুলিয়ারচরে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার সকালে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের আলী আকবরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার রামদি ইউনিয়নের বালুচর এলাকার আবু আল হেলাল (৫০) ও দাঁড়িয়াকান্দি এলাকার কালু মিয়া (৪২)। কালু অটোরিকশাটির চালক ও আবু আল হেলাল যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ভৈরব থেকে চার যাত্রী নিয়ে অটোরিকশাটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল মাইক্রোবাসটি। সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে নাহার ফিলিং স্টেশন অতিক্রম করার সময় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি সড়কে থেমে গেলেও অটোরিকশাটি দূরে ছিটকে পড়ে। একপর্যায়ে ঘটনাস্থলেই চালক কালু ও যাত্রী হেলালের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্য তিন যাত্রীকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানান ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা। তিনি বলেন, মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।