গরুর সঙ্গে মোটরসাইকেলও নিয়ে গেল চোরের দল
চট্টগ্রামের আনোয়ারায় এক রাতে এক গ্রামের তিনটি স্থান থেকে পাঁচটি গরু ও একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক গ্রামে এসব চুরির ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকার মোহাম্মদ মোরশেদের মালিকানার এম এম অ্যাগ্রো ফার্ম থেকে দুটি গরু তুলে নিয়ে যায় চোরের দল। একই এলাকার মো. রুবেলের দুটি এবং আবদুল মান্নানের তিনটি গরুও চোরের দল ট্রাকে তুলে নেয়। চুরির বিষয়টি আঁচ করতে পেরে ট্রাকটিকে মোটরসাইকেল নিয়ে ধাওয়া দেন এম এম অ্যাগ্রো ফার্মের মালিক মোরশেদের ভাতিজা মিজানুর রহমান ও হাবিবুল্লাহ। মোটরসাইকেল নিয়ে তাঁরা পাঁচ শিকদার বাড়ি এলাকায় পৌঁছালে অস্ত্রের মুখে চোরের দল তাঁদের জিম্মি করে। একপর্যায়ে ট্রাকে থাকা দুটি গরু নিচে নামিয়ে মিজানের মোটরসাইকেলটি গাড়িতে তুলে নেওয়া হয়। এ ছাড়া হাবিবুল্লাহর মুঠোফোনটিও কেড়ে নেয় তারা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গরু ও মোটরসাইকেল চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ চুরি হওয়া গরু ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা করছে।