পাওনা পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ
বকেয়া বেতন ও কারখানা লে-অফ (কাজ বন্ধ) পরবর্তী সব পাওনা পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা চার থেকে পাঁচটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে কাচ ভাঙচুর করেছেন। এতে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ–ঢাকা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয়েছে তীব্র যানজটের।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরী শাসনগাঁওয়ে অবস্থিত অবন্তী কালারটেক্স লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভে নামেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে সদর উপজেলার ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত অবন্তী কালারটেক্স লিমিটেড পোশাক কারখানার সামনে কয়েক শ শ্রমিক বকেয়া বেতন ও কারখানা লে-অফ পরবর্তী পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সেনাবাহিনী, থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় অবন্তী কালারটেক্সের শ্রমিকেরা ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকদের বিক্ষোভে আনার চেষ্টা করে। তাঁরা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে কাচ ভাঙচুর করেন। শ্রমিক আন্দোলনের কারণে বিসিকের ৩০টি কারখানা সাময়িক ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। দুপুর সোয়া ১২টার দিকে বিসিকের মালিকপক্ষের অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিয়ে আন্দোলনকারী শ্রমিকদের সরিয়ে দেন। বেলা দেড়টার দিকে আন্দোলনকারী শ্রমিকেরা বিসিকের প্রধান ফটকের সামনে অবস্থান করছিলেন।
অবন্তী কালারটেক্স লিমিটেড কারখানার মালিকের নাম আসলাম সানি। তিনি নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা। এ ছাড়া বিকেএমইএর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি তিনি।
আন্দোলনে আসা কারখানার মেশিন অপারেটর আলামিন বলেন, মালিকপক্ষ তাদের বকেয়া পরিশোধে টালবাহানা করছে। শ্রমিকেরা পাওনা টাকার জন্য আন্দোলন করে এলেও তা পরিশোধ করা হচ্ছে না। আমেনা আক্তার নামের একজন শ্রমিক বলেন, পাওনা পরিশোধ করা না হলে শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাবেন।
অবন্তী কালারটেক্স ও ক্রোনী গ্রুপের শ্রমিকেরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সড়ক
অবরোধ করেছেন বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। তিনি বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকটি কারখানার কাচ ভাঙচুর করেছেন।
আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪–এর পরিদর্শক সেলিম বাদশা প্রথম আলোকে বলেন, গত দেড় বছর যাবৎ বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে কারখানাটিতে ঝামেলা হচ্ছে। গত মাসে কারখানা লে-অফ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কিন্তু বকেয়া বেতন ও লে-অফ পরবর্তী পাওনার দাবিতে দীর্ঘদিন ধরে শ্রমিকেরা আন্দোলন করে আসছেন। আজ সকালেও শ্রমিকেরা বকেয়া বেতনসহ পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে সড়ক অবরোধ করেন।
গত ২৮ সেপ্টেম্বর থেকে অবন্তী কালারটেক্স লিমিটেড কর্তৃপক্ষ শ্রম আইন ২০০৬–এর ১২(৮) ধারা মোতাবেক কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ, পর্যাপ্ত কাজ না থাকা ও নতুন অর্ডার না আসায় কারখানায় লে-অফ ঘোষণা করে। বর্তমানে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ। কারখানাটিতে কর্মরত শ্রমিকের সংখ্যা চার হাজার।