জৈন্তাপুর সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ বাংলাদেশি নিহত
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ মো. মারুফ মিয়া (১৬) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস থেকে ৬০ গজ ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।
আজ বিকেল সাড়ে পাঁচটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে। নিহত মারুফ মিয়া উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।
বিজিবি জানিয়েছে, আজ মারুফসহ কয়েকজন ভারতের ভেতরে খাসিয়াদের সুপারিবাগানে ঢোকে। তখন তাদের মধ্যে দ্বন্দ্বের একপর্যায়ে ভারতীয় এক খাসিয়া নাগরিক একনলা বন্দুক দিয়ে গুলি ছুড়লে মারুফ আহত হয়। তখন অন্যরা মারুফকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে। পরে কিশোরের পরিবারের সদস্যরা মারুফকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বেলা তিনটার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা মারুফকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলির ঘটনা জানার পর দেড় কিলোমিটার দূরে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় বিজিবি মিনাটিলা বিওপি ভারতের বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানায়নি। বিকেল সাড়ে চারটার দিকে বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি দেওয়ার পাশাপাশি অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।
সিলেট বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ মারুফকে তার সঙ্গের মানুষজন বাংলাদেশে নিয়ে আসেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। বিজিবি এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়েছে।