‘ষড়যন্ত্র ব্যর্থ করে গণসমাবেশ পরিণত হয়েছে জনসমুদ্রে’

স্লোগানে স্লোগানে মুখর বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। শনিবার সকালে
ছবি : প্রথম আলো

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশে বক্তারা বলেছেন, দেশের অন্য অঞ্চলের মতো পরিবহন ধর্মঘটের নামে সিলেটেও নাটক তৈরি করা হয়েছে। বাস, নৌকা, ট্রাক বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সব ষড়যন্ত্র ব্যর্থ করে মানুষ গণসমাবেশকে পরিণত করেছে জনসমুদ্রে। মানুষে মানুষে একাকার হয়ে গিয়েছে সমাবেশস্থল। পাশের রাস্তাঘাটও মানুষে ভরে গেছে। এতে এটাই প্রমাণিত হয়, সিলেটের মাটি ধানের শীষের ঘাঁটি।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় এ গণসমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেলা দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা আগে বেলা সাড়ে ১১টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

সমাবেশের মঞ্চে আরও উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও তাহসীনা রুশদীর, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

দুপুর পৌনে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপি নেতা ইশরাক হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি হারুন আল রশীদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক হেলাল খান প্রমুখ।

সুলতান সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশে এই সরকার ভোটচোর হিসেবে বিশ্বের বুকে পরিচিতি লাভ করেছে। মানুষ ভোটচোর বললেই শেখ হাসিনার নাম বলে।’

আফরোজা আব্বাস বক্তৃতায় বলেন, ‘এখন আমরা আর কা কা করব না। এখন আমরা না না করব। এই না না হচ্ছে এই অবৈধ সরকারের বিরুদ্ধে। এই দল গুম-খুনের রাজনীতি করছে।’

সমাবেশ যৌথভাবে সঞ্চালন করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী ও ফরহাদ চৌধুরী শামীম। স্থানীয় নেতাদের অনেকে এ সময় বিএনপির ‘নিখোঁজ’ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান চান।

আরও পড়ুন

স্থানীয় নেতা-কর্মীরা বলেন, বিএনপির প্রথম গণসমাবেশ হয় গত ১২ অক্টোবর চট্টগ্রামে। এরপর ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে সমাবেশ করেছে বিএনপি। সিলেট বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে গতকাল শুক্রবার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। অন্যদিকে সিলেট জেলায় আজ সকাল ছয়টায় পরিবহন ধর্মঘট শুরু হয়। এ ধর্মঘট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। তবে ধর্মঘট উপেক্ষা করে অনেকে মোটরসাইকেলে কিংবা সিএনজিচালিত অটোরিকশা করে অথবা হেঁটেই সমাবেশে এসেছেন।