চাঁদপুরে এক গৃহবধূ জন্ম দিলেন চার সন্তান
চাঁদপুর শহরের ঘোষপাড়ার এক গৃহবধূ চারটি নবজাতকের জন্ম দিয়েছেন। আজ বুধবার সকালে চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে স্বাভাবিক প্রসবের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি। তাদের মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়েশিশু। তবে নবজাতকদের অবস্থা ভালো নেই বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
ওই গৃহবধূর নাম নিপা রানী সরকার (২৫)। তিনি শহরের ঘোষপাড়া এলাকার স্টেশনারি দোকানি লিটন সরকারের স্ত্রী। বিয়ের পাঁচ বছরের মাথায় এই প্রথম মা–বাবা হয়েছেন এই দম্পতি। নিপার চাচি মুক্তা রানী শীল বলেন, ‘সকালে নিপার প্রসবব্যথা শুরু হলে আমরা এই হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের সিনিয়র নার্স নমিতা সরকার প্রসবের কাজ সম্পন্ন করেন। মা সুস্থ আছে। তবে সন্তানদের ইনকিউবেটরে রাখা হয়েছে।’
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মিঠুন চক্রবর্তী বলেন, ‘নিপা রানী সরকার সকাল আটটার দিকে আমাদের হাসপাতালে প্রসবব্যথা নিয়ে আসেন। আসার পর আমরা সবকিছু দেখে এবং পরীক্ষা করে বুঝলাম তাঁর তখনই প্রসব হবে। যে কারণে আমরা তাঁকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে যাই। সেখানে পরপর এক ছেলে ও তিনটি মেয়ের জন্ম (স্বাভাবিক প্রসব) দেন তিনি।’
নবজাতকদের অবস্থা ভালো নেই জানিয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন বলেন, ৩০ সপ্তাহে চারটি সন্তান জন্ম হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে দুজনের অবস্থা কিছুটা ভালো হলেও বাকি দুজনের অবস্থা খারাপ। নবজাতকদের ঢাকায় পাঠানো হতে পারে। বর্তমানে তাদের ইনকিউবেটরে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।