পদ্মায় ইলিশ ধরার সময় ১৮ জেলে আটক, কারাদণ্ড

আদালতপ্রতীকী ছবি

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরার অপরাধে ১৮ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুন খান এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত ও দোহারের কুতুবপুর নৌ পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুকসুদপুর, নারিশা, মেঘুলা বাজার ও মৈনট ঘাটসংলগ্ন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ মাছ শিকার করার সময় বিভিন্ন স্থান থেকে ১৮ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তাঁদের প্রত্যেককে ১৯ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর জব্দ করা বিপুল পরিমাণ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী ও কুতুবপুর নৌ পুলিশের সদস্যরা।