ছুটিতে গ্রামের বাড়িতে ফেরার পথে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত
দিনাজপুরের হাকিমপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবীন্দ্রনাথ সরকার (৩৮) নামের মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারের উত্তরে ঈদগাহ মাঠের সামনে হিলি-বিরামপুর পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্রনাথ সরকার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের পূর্ণ চন্দ্র সরকারের ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, বিরামপুর শহর থেকে মোটরসাইকেলে করে এক যাত্রী হিলির দিকে যাচ্ছিলেন। ডাঙ্গাপাড়া বাজার ঈদগাহ মাঠের সামনে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী গাড়ি থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান। ট্রাকের চাকা মোটরসাইকেল আরোহীর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া প্রথম আলোকে বলেন, রবীন্দ্রনাথ সরকার রংপুরে ব্র্যাকে চাকরি করতেন। তিনি বৃহস্পতিবার সপ্তাহের শেষ অফিস করে ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পরই চালক ট্রাক নিয়ে পালিয়েছেন। এ ঘটনায় থানায় একটি নিয়মিত ইউডি (অপমৃত্যু) মামলা হবে।