নীলফামারীতে এখন ধান কাটা আর নবান্নের আমেজ

ক্যাপশন: আমন ধান মাড়াইয়ের কাজ করছেন নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুরের দলুয়া এলাকার কৃষকেরা। গতকাল তোলাছবি: প্রথম আলো

অগ্রহায়ণের শুরু থেকে আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে নীলফামারীতে। এসব কাজে এখন ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষক ও শ্রমিকেরা। বাড়িতে বাড়িতে চলছে নবান্ন উৎসব। আনন্দের এই ক্ষণে জামাতাসহ অন্য আত্মীয়-স্বজনদের আতিথেয়তার জন্য বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছেন অনেকে। সব মিলিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে গ্রামীণ জনপদে।

কৃষি বিভাগের তথ্যমতে, নীলফামারীর ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সদর ও সৈয়দপুর উপজেলায় চলতি মৌসুমে ১ লাখ ১৩ হাজার ১৭২ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আর আমন চাষ হয়েছে ১ লাখ ১৩ হাজার ২১৭ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ৫৯ হাজার ৮১ টন ছাড়িয়ে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবং পোকামাকড়ের আক্রমণ কম থাকায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে।

সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধান কাটা শ্রমিকের দলনেতা রহিম হোসেন বলেন, প্রতি বিঘা জমির (৬০ শতাংশ) আমন ধান কাটতে কৃষকের কাছ থেকে ৬০০০ টাকা করে নেওয়া হচ্ছে। মোট ১২ জনের একটি দল ধান কেটে কৃষকের বাড়িতে দিয়ে আসছেন। গত বছর এ কাজে চার হাজার টাকা করে নিয়েছিলেন তাঁরা। এখন জিনিসপত্রের দাম বেড়েছে, কাজের মজুরিও তাই বেশি।

সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়নের জানের পাড়ের এলাকার কৃষক মহির উদ্দিন বলেন, গুটি স্বর্ণা, স্বর্ণা-৫ জাতসহ আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এ বছর ধানের ফলন ভালো। ধান কাটা শ্রমিকদের মজুরি পরিশোধে মাড়াই করে ধান বিক্রি করতে হচ্ছে। বর্তমানে হাটবাজারে প্রতি বস্তা ধান (৭৫ কেজি) বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকায়। নতুন ধান কেটে নবান্ন উৎসব না করে এখনো অনেকেই ওই চালের ভাত মুখ তোলেন না।

স্থানীয় কৃষকদের ঘরে ঘরে এখন নতুন ধানের সুবাস। উঠোনে উঠোনে আত্মীয়-স্বজনকে সঙ্গে নিয়ে পিঠা-পুলি খাওয়ার ব্যস্ততা। কেউ কেউ ধান মাড়াই করে সেগুলো হাটে নিয়ে বিক্রির জন্য নিয়ে ছুটছেন।

আবহাওয়া অনুকূলে থাকায় ও পোকার আক্রমণ চলতি বছর তুলনামূলকভাবে কম থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে বলে জানান নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম আবু বকর সাইফুল ইসলাম। তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ৩৮ শতাংশ অর্থাৎ ৪৩ হাজার ২৩১ হেক্টর জমির আমন ধান কাটা ও মাড়াই হয়েছে।