গোপালগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৪

বাসের চাপায় দুমড়ে–মুচড়ে যাওয়া অটোরিকশা। আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুরে
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দাসের হাট এলাকার পদ্মা হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হুগলাকান্দি গ্রামের আকমল শেখের স্ত্রী রানী বেগম (৬০) ও একই ইউনিয়নের বাগিয়া গ্রামের আবদুল হকের ছেলে হায়াত আলী শেখ (৬২)।

মুকসুদপুর থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে গোপালগঞ্জে যাচ্ছিল। মুকসুদপুর উপজেলার দাসের হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ওই দুই যাত্রী নিহত হন। সংঘর্ষের পর দোলা পরিবহনের গাড়িটিতে আগুন লেগে যায়। এতে ওই গাড়ির বেশ কিছু ক্ষতি হয়। মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু সময় পর আবার যান চলাচল স্বাভাবিক হয়। এ দুর্ঘটনায় আহত ফুল মিয়া (৪৭), খুকি (৫৫), লামিয়া (২০) ও জাহেদা বেগমকে (৫০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।