ঝোপের মধ্যে মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সড়কের পাশে ঝোপের মধ্যে পড়ে থাকা বস্তা থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করেছে র্যাব। গতকাল রোববার রাত নয়টার দিকে চন্দনাইশ উপজেলার বাংলাবাজার রোড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
আজ সোমবার বিষয়টি নিশ্চত করে র্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা থেকে লুট হয়েছিল। এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন দক্ষিণ বরকল ইউনিয়নের বারৈপাড়ারটেক বাংলাবাজার রোডের পাশে ঝোপের ভেতর সন্দেহজনক একটি বস্তা পড়ে রয়েছে। পরে অভিযান চালিয়ে বস্তাটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বস্তা থেকে রাইফেল, থ্রি নট থ্রি রাইফেল, এয়ারগান, তিনটি একনলা বন্দুক ও তিনটি গুলি পাওয়া যায়।
র্যাব-৭–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম বলেন, চন্দনাইশে সড়কের পাশে বস্তাবন্দী অবস্থায় এসব উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ চন্দনাইশ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।