গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে দুটি বাসে আগুন
গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় বাসের ধাক্কায় শ্রমিক নিহতের গুজবে দুটি বাসে আগুন দিয়েছেন উত্তেজিত শ্রমিকেরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আরও কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়। ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ আছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী এক কারখানার শ্রমিক নিহত হয়েছেন, এলাকায় হঠাৎ এমন গুজব ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের পোশাক কারখানার উত্তেজিত শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে অনাবিল পরিবহনের দুটি বাসে আগুন দেন এবং কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান। তবে শ্রমিক নিহতের খবরটি নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, বাসের ধাক্কায় আহত শ্রমিককে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি। বাসের ধাক্কায় ওই শ্রমিক নিহতের গুজবে উত্তেজিত হয়ে যান শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা অনাবিল পরিবহনের দুটি বাসে আগুন দেন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে মহাসড়কে অবস্থান নেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আবদুল আল আরেফিন বলেন, দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।