গাজীপুরে বিএনপি নেতার হত্যার হুমকিতে বাড়িছাড়া একটি পরিবার

গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোস্তাকিম হোসেন হিমেল ফকির। আজ বুধবার দুপুরেছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির হত্যার হুমকি দেওয়ায় বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার। আজ বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোস্তাকিম হোসেন হিমেল ফকির বলেন, ‘আমার বাড়ি শ্রীপুর উপজেলার বরমী এলাকায়। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে আমি স্থানীয় জব্বার ফকিরের ছেলে মোস্তফা ফকিরের জমিসংক্রান্ত কাজে বরমী ভূমি অফিসে যাই। এ সময় শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির ও তাঁর দুই ভাই এবং ছেলে পাপেল ফকির হঠাৎ আমাদের ওপর আক্রমণ করেন। তাঁরা মোস্তফা ফকিরকে বেধড়ক মারধর করেন। আমরা প্রতিবাদ করলে তাঁরা ও তাঁদের সন্ত্রাসী বাহিনী দা, ছুরি, বল্লম দিয়ে আমার বাসায় ভাঙচুর ও হামলা চালান। পরদিন সকালে আমার বাজারের দোকানগুলো দখল করেন। এরপর তাঁরা আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। এর পর থেকে ভয়ে আমরা বাড়ি ফিরতে পারছি না। অন্যত্র আত্মীয়স্বজনের বাড়িতে থাকছি।’

মোস্তাকিম হোসেন বলেন, ‘শাহজাহান ফকির ২০১৮ সালে আমার কাছ থেকে ১০ লাখ টাকা ধার নিয়েছেন, সেটির প্রমাণ থাকলেও তিনি ফেরত দেননি। এখন নতুন করে আমাদের পৈতৃক সম্পত্তি দখল করে ভরাট করছে কিন্তু কিছুই করতে পারছি না। আমার পরিবারসহ পুরো বরমীবাসী তাঁর সন্ত্রাসী কার্যক্রম ও অত্যাচারে অতিষ্ঠ। তাঁর এসব অপকর্মের তথ্য লিখিত আকারে বিএনপি শীর্ষ নেতাদের কাছে পাঠিয়েছি। আমি ও আমার পরিবার বাড়িতে ফিরতে চাই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন একই পরিবারের মোস্তফা ফকির, সেলিনা বিলকিস ও শিহাব ফকির।

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাদের অভিযোগ ভিত্তিহীন। তারা বিভিন্ন সময়ে এবং টাকার প্রয়োজনে তার স্বজনদের কাছে জমি বিক্রি করেছে। কেউ তাদের জমি দখল করতে যায়নি।’