নকলায় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

শেরপুরের নকলা উপজেলায় নদীতে গোসল করতে নেমে সুমাইয়া আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামের মৃগী নদীতে এ ঘটনা ঘটে। সুমাইয়া রেহারচর গ্রামের কালু মিয়ার মেয়ে। সে রেহারচর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শিশু সুমাইয়া রেহারচর গ্রামের বাড়ির পাশের মৃগী নদীতে গোসল করতে যায়। নদীতে নামার পর পানির স্রোতে সে ভেসে যায়। পরে বিকেলে এলাকার লোকজন সুমাইয়াকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে নদী থেকে তার লাশ উদ্ধার করে। সংবাদ পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, মৃত শিশুটির লাশ তাদের বাড়িতে আছে। তার পরিবারের সঙ্গে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।