কুলিয়ারচরে মধ্যরাতে সার ভর্তি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সারভর্তি একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার দোয়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গুদাম থেকে ২০ টন টিএসপি নিয়ে একটি ট্রাক বিএডিসি কুলিয়াচর গুদামে যাচ্ছিল। রাত পৌনে একটার দিকে ট্রাকটি ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক হয়ে কুলিয়ারচর উপজেলার দ্বারিয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে ভেতরের রাস্তায় প্রবেশ করে। কুলিয়ারচর বিএডিসি গুদামের দিকে যাওয়ার পথে দোয়ারিয়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত ট্রাকের দিকে এগিয়ে আসে। তখন চালক ও চালকের সহকারী দৌড়ে পালিয়ে যান। পরে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস দলের সদস্যরা আসার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
চালক মো. শাহ আলম বলেন, টায়ার দিয়ে সড়কে আগুন জ্বালাতে দেখে তিনি ট্রাকটি থামান। পরে দেখেন ট্রাকের দিকে আসছে। তখন বাধ্য হয়ে ট্রাক থেকে নেমে যান। আগুনে ট্রাকের সামনের অংশ বেশির ভাগ অংশ পুড়ে গেছে। কয়েক টন সারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুলিয়ারচর ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে তাঁরা এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল ফায়ার সার্ভিস স্টেশন থেকে কাছে হওয়ায় বড় ক্ষতি হয়নি।
কুলিয়ারচর থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) দেব দুলাল বলেন, পেট্রল ঢেলে ট্রাকে আগুন দেওয়া হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে আটক করা যায়নি।