চৌগাছায় প্রবাসীর হয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে তরুণ আটক
যশোরের চৌগাছা উপজেলায় আলী রেজা নামের প্রবাসী এক শিক্ষার্থীর পক্ষে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষা দিতে গিয়ে এক তরুণ আটক হয়েছেন। আজ রোববার দুপুরে চৌগাছা সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক তরুণের নাম সুমন হোসেন (১৯)। পেশায় নির্মাণশ্রমিক হলেও সুমন আগেই এইচএসসি পাস করেছেন। তিনি চৌগাছার তরিকুল ইসলাম পৌর কলেজের কারিগরি শাখার পরীক্ষার্থী ও মালয়েশিয়াপ্রবাসী আলী রেজার হয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন। দুজনই চৌগাছার বড়কাবিলপুর গ্রামের বাসিন্দা।
পরীক্ষাকেন্দ্র ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা শুরু হলে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি পরীক্ষার্থী ও তাঁদের প্রবেশপত্র যাচাই করে দেখতে কক্ষ পরিদর্শকদের নির্দেশ দেন। এ সময় আলী রেজার হয়ে সুমনের পরীক্ষা দেওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ইউএনও ইরুফা সুলতানা বলেন, একজন প্রবাসীর হয়ে অন্য একজন ‘প্রক্সি’ দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিবকে প্রবেশপত্রের সঙ্গে সবার চেহারা মিলিয়ে দেখতে বলা হয়। এতে সুমন নামের একজন ধরা পড়ে। এ ঘটনায় কেন্দ্র সচিবকে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০–এর ৩ ধারায় থানায় নিয়মিত মামলা করতে বলা হয়েছে।
আটক তরুণের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০-এর ৩ ধারায় চৌগাছা থানায় একটি মামলা করেছেন চৌগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম। তিনি বলেন, সকালে পরীক্ষা শুরুর পর তাঁকে খাতা দেওয়া হয়। প্রবেশপত্র যাচাইয়ের সময় ছবির সঙ্গে তাঁর চেহারা মেলেনি। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, আলী রেজা নামের অন্য এক শিক্ষার্থীর হয়ে তিনি পরীক্ষা দিতে আসেন।