আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে: আবদুস সালাম
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম বলেছেন, ‘আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনি। তারা দেশকে নরকে পরিণত করেছিল। আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। তাই ভারত আওয়ামী লীগকে এত দিন ভোটবিহীন ক্ষমতায় বসিয়ে রেখেছিল।’
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন আর এ দেশে হবে না। বাইরের অনেক দেশ এখনো চায়, বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে। তাই ষড়যন্ত্র এখনো চলছে। দেশের মানুষ ভালো থাক, তা তারা চায় না। তিনি আরও বলেন, ভোট পিছিয়ে বা কোনো ষড়যন্ত্র করেই কোনো লাভ নেই। দেশে যখনই ভোট হোক না কেন, বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় আনবে দেশের সাধারণ জনগণ।
আবদুস সালাম বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নেই, তিনি অবৈধভাবে ভারতে রয়েছেন। মোদিকে বলব, তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।’
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও ওবায়দুর রহমান বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।