রংপুরে ভোট দিতে গিয়ে ‘হৃদ্রোগে’ কৃষকের মৃত্যু
রংপুরের পীরগাছা উপজেলায় ভোট দিতে গিয়ে কেন্দ্রের পাশে নওয়াব আলী (৭২) নামের প্রবীণ এক ভোটার মারা গেছেন। আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মৃত নওয়াব আলী তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় গ্রামের মহর উদ্দীনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। স্বজনদের ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। আগেও দুবার তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা একটার দিকে বাড়ি থেকে বের হয়ে ভোট দিতে সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান নওয়াব আলী। ভোট দেওয়ার আগে কেন্দ্রের পাশে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে উদ্ধার করলেও, ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত ব্যক্তির ছেলে আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, দুপুরে ভ্যানে চড়ে কেন্দ্রে যান বাবা। ভোট দেওয়ার আগে হঠাৎ প্রস্রাবের চাপ দিলে তিনি কেন্দ্রের পাশে একটি শৌচাগারে যান। সেখানে অসুস্থ হয়ে তিনি মারা যান। এর আগেও দুবার তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। এবারও হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তাঁরা ধারণা করছেন।
সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘ওই ব্যক্তি কেন্দ্রের বাইরে মারা গেছেন। এটি কেন্দ্রের বাইরের ঘটনা। তবে তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।’ তিনি আরও বলেন, কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৭০১। এর মধ্যে বেলা সোয়া ৩টা পর্যন্ত ১ হাজার ১৯৫ জন ভোট দিয়েছেন। সকালের তুলনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মোতাহসিম বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।