কোনাবাড়ীতে ছাঁটাই হওয়া শ্রমিকদের বিক্ষোভ, ছুটি ঘোষণা

ছাঁটাই হওয়া শ্রমিকেরা কারখানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় বুধবার
ছবি: প্রথম আলো

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প এলাকার রেজাউল অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড নামের পোশাক কারখানায় ছাঁটাই হওয়া শ্রমিকেরা পুনরায় নিয়োগ চেয়ে বিক্ষোভ করেছে। আজ বুধবার সকাল থেকে তাঁরা কাজ বন্ধ রেখে কারখানার সামনে অবস্থান নিয়েছেন। এ অবস্থায় কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গতকাল মঙ্গলবার ৮৭ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। আজ সকালে কাজে যোগ দিয়ে শ্রমিকেরা বিষয়টি জানতে পারেন। এ সময়ে ছাঁটাই হওয়া ৮৭ জন শ্রমিক পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে কারখানার কার্যক্রম ব্যাহত হয়।

বিক্ষোভরত শ্রমিকেরা জানান, সঠিক কোনো কারণ এবং পূর্বঘোষণা ছাড়াই কারখানা কর্তৃপক্ষ তাদের ছাঁটাই করেছে। এতে তাঁদের পরিবার চরম আর্থিক সংকটে পড়বে। ছাঁটাই প্রক্রিয়া অন্যায় এবং শ্রম আইন লঙ্ঘন করে করা হয়েছে। তাঁরা পুনর্নিয়োগের দাবি জানান। পুনর্নিয়োগ করা না হলে আন্দোলন করে যাবেন।

এ বিষয়ে জানতে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ত আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

গাজীপুর শিল্প পুলিশ-২–এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান, সকাল থেকেই ছাঁটাই হওয়া শ্রমিকেরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।