বেইলি সেতুর পাটাতন ভেঙে জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইছাগাঁও এলাকায় নলজুর নদের বেইলি সেতুটির পাটাতন ভেঙে জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। শুক্রবার বিকেলে
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের ইছাগাঁও এলাকায় একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সুনামগঞ্জ জেলার সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে এখন ঢাকা থেকে সিলেট হয়ে সুনামগঞ্জ যেতে হচ্ছে।

সেতুটি স্থানীয়ভাবে কাটাগাঙের বেইলি সেতু নামে পরিচিত। আজ শুক্রবার বিকেলে ওই বেইলি সেতুর ওপর দিয়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাক পারাপারের সময় সেতুর স্টিলের পাটাতন খুলে নলজুর নদে পড়ে যায়। এর পর থেকে সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গত বছরের আগস্ট মাসে এই বেইলি সেতুটি ভেঙে দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। এ ছাড়া ঝুঁকিপূর্ণ সেতুটি একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক জগন্নাথপুরের ইছাগাঁও এলাকায় কাটাগাঙের বেইলি সেতুতে উঠলে সেতুর ৪-৫টি স্টিলের পাটাতন খুলে নিচে পড়ে যায় এবং ট্রাকটির পেছনের অংশ দেবে যায়। এর পর থেকে সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছদরুল ইসলাম জানান, কাটাগাঙের সেতুটি জোড়াতালি দিয়ে চালু রাখার কারণে প্রায়ই যান চলাচলে সমস্যা হতো। সেতুটির পাটাতন ভেঙে যাওয়ায় এখন ঢাকার সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ কারণে সুনামগঞ্জ-সিলেট-ঢাকা মহাসড়ক হয়ে অনেকটা পথ ঘুরে এ জেলায় আসতে হচ্ছে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘খবর পেয়ে সড়ক ও সেতু বিভাগের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দ্রুত সংস্কার করতে আমরা কাজ শুরু করছি।’ তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ এ সেতুর স্থানে নতুন সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের পর নকশা প্রণয়নের কাজ চলছে।