সাতক্ষীরায় তর্কাতর্কির সময় ঘুষিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু
সাতক্ষীরায় মসজিদের বিদ্যুতের বিল দেওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাবেক এক ইউপি চেয়ারম্যান প্রতিপক্ষের ঘুষিতে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার আগড়দাড়ি ইউপির সামনে আবাদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান (৪৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ইন্দিরা গ্রামের আমিনুদ্দিন সরদারের ছেলে। তিনি আগড়দাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইন্দিরা গ্রামের বাসিন্দা আলফাজ হোসেন জানান, আগড়দাড়ি ইউনিয়নের আবাদেরহাট মসজিদের বিদ্যুতের বিল বকেয়াকে কেন্দ্র করে আবদুল মান্নানের সঙ্গে একই এলাকার তজিবর রহমান ও আবদুর জব্বারের ঝগড়া হয়। বাগ্বিতণ্ডার এক পর্যায়ে তজিবর ও জব্বার তাঁর বুকে ঘুষি মারলে তিনি পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনার পরপরই তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবদুল মান্নানকে ঘুষি মারার অভিযোগের বিষয়ে চেষ্টা করেও তজিবর ও জব্বারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বাড়িতে গিয়েও তাঁদের পাওয়া যায়নি।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামিম ইকবাল জানান, রাত আটটার দিকে আবদুল মান্নানকে তাঁদের হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।
আগড়দাড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন সাবেক চেয়ারম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনেছেন মারধরের এক পর্যায়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান পড়ে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম রাত সোয়া আটটার দিকে বলেন, তিনি শুনেছেন সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মারা গেছেন। তবে কীভাবে মারা গেছেন, তা তিনি জানেন না। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। এই বিষয়ে পরে তিনি বিস্তারিত জানাবেন।