যুবলীগ নেতার গাড়ি ভাঙচুর: গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
গাজীপুরের শ্রীপুরে যুবলীগ নেতা আজিজুর রহমানের গাড়ি ভাঙচুর ও গোলাগুলির ঘটনায় মামলা হয়েছে। এতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লসহ ১২ জনকে আসামি করা হয়েছে। আজিজুর রহমানের মা রেখা রহমান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে দ্রুত বিচার আইনে মামলাটি করেন।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন আজ শুক্রবার বেলা ১১টায় মামলার তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় নাসির মোড়লসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ (২৪) ও ছাত্রলীগের কর্মী মো. শিহাব হোসেনকে (২৪) গতকাল আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
আজিজুর রহমান গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুরের মাওনা এলাকায় তাঁর ব্যক্তিগত গাড়িসহ আরও দুটি গাড়িতে ভাঙচুর করা হয়। আজিজুর রহমানের ভাষ্য, মাদক ব্যবসায় বাধা দেওয়া ও চাঁদা না দেওয়ায় নাসির মোড়লের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেলে করে এসে গাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলিও ছোড়া হয়। হামলার সময় তিনটি গাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। জীবন বাঁচাতে তিনি ঘটনাস্থল থেকে দৌড়ে নিরাপদ জায়গায় চলে যান।
তবে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাসির মোড়লের দাবি, এই ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা নেই। বুধবার তিনিও আজিজুর রহমানসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ করেছেন। অভিযোগে তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১০টায় আজিজুর রহমানসহ বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে মাওনা বাজার ছাত্রলীগ কার্যালয়ের সামনে রাখা তাঁর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেন।