হত্যাচেষ্টার মামলায় সাবেক এমপি লতিফের রিমান্ড মঞ্জুর

এম এ লতিফ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার চেষ্টা, মারধর ও আহতের মামলায় চট্টগ্রাম-১১ বন্দর পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রসিকিউশন মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, নগরের কোতোয়ালি থানার মামলায় এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, রিমান্ডের আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক রোবেল আফ্রাদ উল্লেখ করেন, নগরের নিউমার্কেট এলাকায় ছাত্র–জনতার আন্দোলনে আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা, হকিস্টিক নিয়ে হামলা চালানো হয়। আর এসব ঘটনার নির্দেশদাতা ছিলেন এম এ লতিফ। ঘটনার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া ঘটনায় জড়িত বাকি আসামিদের শনাক্ত করা দরকার।

গত ৪ আগস্ট নিউমার্কেট এলাকায় হত্যাচেষ্টার ঘটনায় এই মামলা হয়। গত ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আন্দোলনের হত্যা ও হামলার কয়েকটি মামলায় আসামি করা হয়।