চট্টগ্রামে সুপারি ভেজানোর গর্তে নেমে দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে সুপারি ভেজানোর ৭ থেকে ৮ ফুট গভীর দুটি গর্তে নেমে দুজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুই ভাইয়ের পরিবারের আরও পাঁচ সদস্য। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজি গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মুহাম্মদ শফি (৪৮) ও মুহাম্মদ শহীদুল্লাহ (৫০)। তাঁরা দুজন ভাই। দুজনই হাজি গুন্নুমিয়া সওদাগর বাড়ির বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নিহত দুজনের বসতঘরের পাশে তৈরি করা দুটি পাকা গর্তে কয়েক মাস আগে কাঁচা সুপারি ভিজিয়ে রাখা হয়। আজ সকালে গর্ত থেকে এসব ভেজানো সুপারি তুলতে গিয়ে সাতজন অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস জানায়, দীর্ঘদিন ধরে আবদ্ধ গর্তে সুপারি পচে মিথেন গ্যাস তৈরি হয়। মিথেন গ্যাসের কারণে গর্তের আশপাশে থাকা লোকেরা অজ্ঞান হয়ে পড়েছেন। যে দুজনের মৃত্যু হয়েছে তাঁরা গর্তের ভেতরে ঢুকেছিলেন।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, অসুস্থদের সবাইকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে তাঁদের অবস্থা শঙ্কাজনক হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই দুজনের মৃত্যু হয়েছে।