যশোরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

যশোরের কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় পৌর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী ওরফে টিটোকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে কেশবপুর পৌর এলাকায় প্রেসক্লাবের সামনের একটি সেলুন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রাতেই থানায় হস্তান্তর করা হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শহীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলমগীর সিদ্দিকীকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে যশোর আদালতে পাঠানোর কথা আছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে আলমগীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। কেশবপুরের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নিয়োগ-বাণিজ্যের সহায়তাকারী হিসেবে বিপুল অর্থ আদায়ে অভিযুক্ত হন তিনি। ওই সময় আলমগীরের বাড়িতে টাকা গণনার মেশিন রাখা হয়েছিল বলে অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী রফিকুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করার লিখিত অভিযোগও আছে থানায়। পরে বীর মুক্তিযোদ্ধারা তাঁর বিরুদ্ধে মিছিল-সমাবেশ করে এর প্রতিবাদ জানান। এ ছাড়া ওই সময় আওয়ামী লীগের ক্যাডার হিসেবে দাপট দেখাতেন তিনি।