কালিয়াকৈরে ট্রেনের ইঞ্জিন বিকলের আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নয়নগর এলাকায় বিকল হওয়া ইঞ্জিন। আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে তোলা
ছবি: প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈরের নয়নগর এলাকায় আজ বৃহস্পতিবার বিকালে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেনের বগিগুলো সরিয়ে নেওয়ার পর মূলত ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার হানিফ আলী।

জয়দেবপুর রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কালিয়াকৈর হাইটেক সিটি রেলস্টেশন ও মির্জাপুর স্টেশনের মাঝামাঝি পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। বিকাল পাঁচটার দিকে কালিয়াকৈর উপজেলার নয়নগর এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনার পর থেকে গাজীপুর-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ওই ঘটনার পর থেকে জয়দেবপুর, মৌচাক, বঙ্গবন্ধু হাইটেক স্টেশন ও মির্জাপুরে কয়েকটি ট্রেন যাত্রাবিরতিতে আছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিকল্প একটি ইঞ্জিন এনে ট্রেনের বগিগুলো সরিয়ে হাইটেক পার্ক রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। পরে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, টাঙ্গাইল থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটি সরিয়ে নেওয়া হলে সাড়ে ৭ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ওই স্থানে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনে সিডিউলে কিছুটা বিপর্য়য ঘটে।

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লোকমাস্টার (চালক) এস এম গোলাম সারোয়ার জানান, টাঙ্গাইলের মির্জাপুর স্টেশন ছেড়ে আসার পর ট্রেনের ইঞ্জিনের তেলের রিজার্ভার ফুটো হওয়ায় হঠাৎ করেই ইঞ্জিনটি বিকল হয়ে যায়। পরে ট্রেনটি বন্ধ হয়ে যায়।