আদালতের হাজতখানার ভেন্টিলেটর ভেঙে আসামি পালানোর ২ ঘণ্টা পর গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

শরীয়তপুর জেলা জজ আদালতের হাজতখানা থেকে একটি মামলার আসামি পালিয়েছেন। হাজতখানার টয়লেটের লোহার ভেন্টিলেটর ভেঙে ডামুড্যা থানার একটি চুরির মামলার আসামি রাজু হোসেন (২৬) রোববার দুপুরে পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে বিকেল পাঁচটার দিকে তাঁকে গ্রেপ্তার করে।

শরীয়তপুর আদালত পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা যায়, ডামুড্যা থানার একটি চুরির মামলার আসামি রাজু হোসেন শরীয়তপুর জেলা কারাগারে ছিলেন। তাঁর বাড়ি ডামুড্যা উপজেলার মাসুদ পট্টি এলাকায়। রোববার আদালতে তাঁর রিমান্ড শুনানি ছিল। দুপুরের দিকে আদালত পুলিশ তাঁকে জেলা কারাগার থেকে হাজতখানায় নিয়ে আসে। পুলিশের প্রহরায় তিনি হাজতখানায় ছিলেন। হাজতখানার ভেতরে থাকা টয়লেটের লোহার ভেন্টিলেটর ভেঙে রাজু হোসেন বেলা তিনটার দিকে পালিয়ে যান।

রাজু হোসেন পালানোর পর পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। বিকেল পাঁচটার দিকে সদরের আটং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-নড়িয়া সার্কেল) আহসান হাবীব প্রথম আলোকে বলেন, টয়লেটের ভেন্টিলেটরটি আসামি কীভাবে ভেঙেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হবে। পালিয়ে যাওয়া আসামিকে পুলিশ আবার গ্রেপ্তার করেছে। পালিয়ে যাওয়ার বিষয়ে ওই আসামিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় মামলা হবে।