ভিসা নীতি যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার, আমাদের বলার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘ভিসা নীতি যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। তাদের দেশের অভ্যন্তরীন ব্যাপার। সেখানে আমাদের বলার কিছু নেই।’
আজ শনিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনসে ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘তারা কাকে ভিসা দেবে, নাকি দেবে না, সেটা তাদের নিজস্ব এখতিয়ার। আমরা মনে করি, তারা কোনো দলকে বা কোনো পক্ষকে বলেনি। তারা বলেছে, এই নির্বাচনের অন্তরায় যারা হবে, যারা এই নির্বাচন বাধাগ্রস্ত করবে কিংবা নির্বাচন যারা প্রভাবিত করার চেষ্টা করবে, ভন্ডুল করার চেষ্টা করবে বা উচ্ছৃঙ্খলতা করার চেষ্টা করবে, তাদের প্রতি যুক্তরাষ্ট্রের এই ভিসা স্যাংশন নীতি প্রয়োগ করবে। এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এতে আমাদের বলার কিছু নেই।’
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মঈনুল হক, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রমুখ।
বিএনপির চলমান রোডমার্চ প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, কোনো আন্দোলন-সংগ্রামে সরকার ভীত নয়। দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যথাসময়ে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যখন নির্বাচন হয়, তখন সব দলের কর্মসূচি থাকে ও থাকবে। সবাই তাদের কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করে। উৎসবমুখর পরিবেশে দেশে নির্বাচন হবে। কোনো ধরনের শঙ্কা কিংবা ভয়ের কারণ নেই। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকোনো পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠুভাবে। এতে কোনো ধরনের সংশয় নেই। তিনি দেশকে আরও এগিয়ে নিতে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান।