বন্ধুদের ছোড়া ফুটবল আনতে গিয়ে পদ্মা নদীতে ডুবে কিশোরের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলায় পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে নৌকা নিয়ে গোসল করতে গিয়ে সিয়াম শেখ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের হিরু মোল্লার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিয়ামের বাড়ি ফরিদপুর সদর উপজেলার মাধবদিয়া ইউনিয়নের গোয়ালের টিলা গ্রামে। কয়েক দিন আগে কালুখালীর হরিণবাড়িয়ার চর গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। গতকাল বিকেলেই সিয়ামের ফরিদপুরে ফেরার কথা ছিল।

আরও পড়ুন

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল লতিফ জানান, গতকাল সকাল ১০টার দিকে বন্ধুদের সঙ্গে হিরু মোল্লার ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকা নিয়ে গোসল করতে যায় সিয়াম শেখ। গোসলে নামার আগে নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেছিল সে। কিছুক্ষণ পর নদীর পানিতে বন্ধুরা একটি ফুটবল ছুড়ে মারে। এ সময় সে নৌকা থেকে নদীতে লাফ দেয়। প্রবল স্রোতে সে পানিতে তলিয়ে যায়। বন্ধুরা অনেক খুঁজেও সিয়ামের কোনো সন্ধান পায়নি। পরে কালুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুরের দিকে সিয়ামের লাশ উদ্ধার করেন।

কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বাকি বিল্লাহ জানান, ‘খবর পেয়ে আমাদের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধারের পর তাকে দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

গতকাল বিকেলেই সিয়ামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কালুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ।

আরও পড়ুন