বিরামপুর সীমান্তে বস্তাভর্তি মাদক নিয়ে পালাচ্ছিলেন, বিজিবির হাতে গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী চৌঠা গ্রাম থেকে মাদকসহ বিজিবির হাতে আটক নূর আলম শাহীন। আজ সকালে তোলাছবি: বিজিবি

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের নেশাজাতীয় ভারতীয় ইনজেকশন ও ফেনসিডিল উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌঠা গ্রামের একটি লিচুবাগান থেকে এসব উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম নূর আলম শাহীন (৩৫)। তিনি একই উপজেলার বাকুন্ডা গ্রামের বাসিন্দা। বিজিবির দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক কারবারের সঙ্গে যুক্ত।
আজ সকালে ২৯ ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এক বিজ্ঞপ্তিতে জানান, ওই অভিযানে ১০ হাজার ৮৭০টি নেশাজাতীয় ইনজেকশন, পাঁচ বোতল ফেনসিডিল ও এক কেজি জিরা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, নূর আলমের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।