২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বরগুনায় আওয়ামী লীগের সমাবেশ, অন্তর্বর্তী সরকারকে ‘অভিনন্দন’

দেশে চলমান সহিংসতার প্রতিবাদ ও শেখ হাসিনাকে দেশে ফেরাতে বরগুনা জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেছবি: প্রথম আলো

শেখ হাসিনার সরকারের পতনের পর বরগুনায় গতকাল শনিবার দুপুরে মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সমাবেশ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নবগঠিত অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

আওয়ামী লীগের এই নেতা তাঁর বক্তব্যে বলেন, ‘যে তত্ত্বাবধায়ক (অন্তর্বর্তী) সরকার দায়িত্ব নিয়েছে, তাদের আমরা অভিনন্দন জানাই। তারা ঠিকভাবে দেশকে পরিচালনা করবে, সে আশাবাদ এই দেশের মানুষ করে।’

গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর বরগুনায় জেলা আওয়ামী লীগ কার্যালয়, বরগুনা-১ আসনের সদ্য সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ারের কার্যালয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের কার্যালয় ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর শহরের পশ্চিম বরগুনা এলাকার কার্যালয়ে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর দলীয় নেতা-কর্মীদের বগুড়া শহরে দেখা যায়নি। এরপর গতকাল শনিবার মিছিল ও সমাবেশ করেছেন তাঁরা
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগ সরকারের পতনের জেরে নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর দলীয় নেতা-কর্মীদের শহরে দেখা যায়নি। শুক্রবার সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার শহরের কেন্দ্রীয় সদরঘাট জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর শহরে ঘুরে ঘুরে লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি ভাঙচুর করা জেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন করেন। এরপর গতকাল আওয়ামী লীগ শহরে প্রকাশ্যে মিছিল ও সমাবেশ করে।

সমাবেশে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির বলেন, ‘কথাগুলো বারবার বলার দরকার নেই, কারা এই দেশকে সৃষ্টি করেছেন। কার হাত ধরে এই দেশ স্বাধীন হয়েছে, সেই কথাগুলো আমি নতুন করে বলতে চাই না। একটা কথা বলতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। এই কয় দিনে যে লুটপাট, অত্যাচার, জুলুম, আগুন দেওয়া, খুন, হত্যা হয়েছে, তার সঠিক তদন্ত চাই। এখন পর্যন্ত পুলিশ বাহিনী আমাদের সহযোগিতা করছে না। তারা এখনো কাজে যোগ দেয়নি। আমি অনুরোধ করব, এই তত্ত্বাবধায়ক (অন্তর্বর্তী) সরকারের সঙ্গে পুলিশ বাহিনীর দূরত্বটা দূর করে দ্রুত তাদের দায়িত্ব নেওয়া উচিত। পুলিশ নিষ্ক্রিয় না থাকলে বরগুনায় যে লুটপাট, আগুন দেওয়া হয়েছে ও চাঁদাবাজি হয়েছে, তা হতো না।’

শেখ হাসিনা দেশে ফিরবেন, এ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই মন্তব্য করে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, ‘এই দেশের মাটির বন্ধু হলেন বঙ্গবন্ধু, তাঁর সন্তান হলেন শেখ হাসিনা। তিনি এই দেশ ছাড়া কোথাও থাকতে পারেন না।’