বাবার ভ্যান গাড়ি নিয়ে বের হয়ে শিশু নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

আকাশ মোল্লা
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় বাবার ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় এক শিশু। নিখোঁজের দুই দিন পর শিশুটির লাশ পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া বেড়িবাঁধ এলাকার ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া শিশুটির নাম মো. আকাশ মোল্লা (১১)। সে উপজেলার সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। আকাশের বাবার নাম নাসির উদ্দিন মোল্লা। তিনি বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। নাসিরের পৈতৃক বাড়ি একই উপজেলার যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দা শামসুল আলম বলেন, আকাশের বাবা পেশায় ভ্যানচালক। আর্থিকভাবে অসচ্ছল। আকাশ মাঝেমধ্যে তার বাবার ভ্যান চালাত। গত শনিবার বিকেলে বাবার ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয় আকাশ। সেনগ্রামের কালীতলা থেকে দুই যাত্রী নিয়ে পাংশা রওনা দেয় সে। পাংশা থেকে দুই যাত্রী নিয়ে ফেরার সময় পথে লক্ষ্মীপুরের দুর্গাতলা এলাকায় নাসিরের চাচার সঙ্গে আকাশের দেখা হয়। এ সময় আকাশ যাত্রী হিসেবে ভ্যানে বসা ছিল। একযাত্রী ভ্যানটি চালাচ্ছিলেন। রাত হয়ে গেলেও আকাশ আর বাড়িতে ফিরে আসেনি। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে বিষয়টি রোববার পাংশার বাহাদুরপুর পুলিশ ফাঁড়িতে জানানো হয়। এরই মধ্যে আজ সকালে ভুট্টাখেত আকাশের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

আকাশের মামা সূর্য শেখ বলেন, ‘প্রায় সাত বছর ধরে আকাশেরা আমাদের বাড়িতে থাকে। দুই ভাই এক বোনের মধ্যে আকাশ বড়। সে মাঝে মধ্যে ভ্যান চালাত।’
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, শিশুটির লাশটি উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।