কুষ্টিয়ায় গ্রেপ্তার বিএনপির সাবেক তিন সংসদ সদস্য কারাগারে

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনকে বাসা থেকে আটক করে নিয়ে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। আজ বেলা পৌনে ১২টায় শহরের আলফামোড় এলাকায়
ছবি: তৌহিদী হাসান

কুষ্টিয়ায় গ্রেপ্তার বিএনপি–দলীয় সাবেক তিন সংসদ সদস্যকে আজ মঙ্গলবার বিকেলে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে পাঠানো ওই তিন নেতা হলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ ওরফে রুমী, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দীন এবং সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ ওরফে বাচ্চু মোল্লা।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর পৌনে ১২টার দিকে শহরের আলফামোড় এলাকার বাড়ি থেকে সোহরাব উদ্দীনকে আটক করে থানায় নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। একই সময়ে সৈয়দ মেহেদী আহমেদকে এনএস রোডে দলীয় কার্যালয় থেকে আটক করা হয়। এদিকে দুপুরের দিকে জেলার দৌলতপুর উপজেলায় নিজ বাড়ি থেকে রেজা আহম্মেদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলে তাঁদের আদালতে নেওয়া হয়।

আরও পড়ুন

কুষ্টিয়া আদালতের ওসি মোহসীন হোসাইন বলেন, সদর থানায় হওয়া নাশকতার মামলায় মেহেদী আহমেদ ও সোহরাব উদ্দীনকে আদালতে নেওয়া হয়। তাঁদের পক্ষে কেউ জামিনের আবেদন করেননি। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর রেজা আহম্মেদকে দৌলতপুর থানায় হওয়া নাশকতার মামলায় বিকেল সোয়া পাঁচটার দিকে কারাগারে পাঠানো হয়।