বঙ্গবন্ধু সাফারি পার্কে ম্যাকাও পাখি ও ওয়াইল্ড বিস্টের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি ম্যাকাও পাখি ও দীর্ঘদিন ধরে অসুস্থ একটি ওয়াইল্ড বিস্ট মারা গেছে। আজ শুক্রবার দুপুরে সাফারি পার্কের প্রকল্প পরিচালকের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
সাফারি পার্ক সূত্রে জানা যায়, ৭ জুলাই সকালে প্রাপ্তবয়স্ক ওয়াইল্ড বিস্টকে মৃত অবস্থায় দেখতে পায় পার্ক কর্তৃপক্ষ। এটি ২০২২ সালের জানুয়ারি মাস থেকে রোগাক্রান্ত ছিল। এটিকে অন্য ওয়াইল্ড বিস্ট থেকে আলাদাভাবে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এদিকে গত ১২ মে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হওয়া হায়াসিন্থ ম্যাকাও পাখিটি সাফারি পার্কের কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ৮ জুলাই মারা গেছে। বেলজিয়াম থেকে একটি ফ্লাইটে ৬৯টি বিদেশি পাখির সঙ্গে বেশি কিছু ম্যাকাও পাখি অবৈধভাবে আমদানি করেছিল বাংলাদেশের থ্রি টি ইন্টারন্যাশনাল নামের একটি প্রাণী বিপণন প্রতিষ্ঠান।
পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, একটি ম্যাকাও ও ওয়াইল্ড বিস্ট মারা গেছে। এ বিষয়ে নিয়মতান্ত্রিকভাবে সংশ্লিষ্ট থানায় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম প্রথম আলোকে বলেন, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রাণীর মৃত্যুর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এদিকে পার্কের একটি সূত্র জানায়, গত বছরের এপ্রিল মাস থেকে একটি স্ত্রী সিংহ বয়সজনিত কারণে অসুস্থ রয়েছে। এটিকে পার্কের বন্য প্রাণী চিকিৎসাকেন্দ্রের পাশের একটি কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।