ট্রাক্টর দিয়ে হালচাষ দেখতে গিয়ে মুহূর্তেই ছিন্নভিন্ন ছোট্ট শিশুর শরীর

লাশপ্রতীকী ছবি

জুমার নামাজ শেষে বাড়িতে ফিরে খাবার খাওয়ার কথা ছিল ছয় বছর বয়সী সাদমান হোসেনের (সাফিন)। কিন্তু না খেয়েই বাড়ির পাশে জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ দেখতে যায় সে। কিছুক্ষণ পর ট্রাক্টরের হালের ভেতরে ঢুকে ছিন্নভিন্ন হয়ে যায় শিশুটির শরীর। ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি টের পেয়ে ট্রাক্টর রেখে পালিয়ে যান চালক।

শুক্রবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিশু সাদমান সদর ইউনিয়নের বলেয়াপাড়া এলাকার আবু জিন্নাত সুমনের ছেলে। জন্মের দুই মাসের মাথায় মাকে হারানো শিশুটির এমন মৃত্যুতে এলাকায় মাতম চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানা-পুলিশ।

শিশুটির পরিবার ও এলাকাবাসীর বরাতে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম বলেন, বাড়ির পাশের জমিতে হালচাষ করতে আসা ট্রাক্টর দেখতে গিয়েছিল শিশুটি। ওই ট্রাক্টরের হালের ভেতর ঢুকে ঘটনাস্থলেই মারা যায় সে। বিষয়টি টের পেয়ে চালক ট্রাক্টর ফেলে পালান। পরে এলাকাবাসীর সহায়তায় পরিবারের লোকজন শিশুটির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। কীভাবে সে হালের ভেতর ঢুকে গেছে, কেউই বলতে পারছেন না। চালকের অজান্তে শিশুটি হালের ওপরে উঠে পিছলে পড়ে ভেতরে ঢুকে গেছে বলে ধারণা করছেন স্বজনেরা।

সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইমরান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি পঞ্চগড় সদর থানার পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।