নাটোরে সড়কের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ, পকেটে চোরাই মুঠোফোন

মরদেহপ্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় বনপাড়া-পাবনা সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা দুইটার দিকে বনপাড়া হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির শার্টের পকেট থেকে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ফোন পাওয়া গেছে। তবে ফোনটি চোরাই হওয়ায় পুলিশ ওই ফোন পরীক্ষা করে তাঁর পরিচয় শনাক্ত করতে পারছে না।

বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ আজ বেলা দুইটার দিকে গড়মাটি মুচিপাড়া এলাকায় মহাসড়কসংলগ্ন একটি মসজিদের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নূরজাহান বেগম বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৭ থেকে ৩০ বছর। পরনে প্যান্ট ও কালো রঙের শার্ট ছিল। মরদেহের পাশে একটি কাপড়ের ব্যাগ, কোট, কিছু দড়ি ও বার্মিজ স্যান্ডেল পড়ে ছিল। শার্টের পকেটে ছিল একটি অ্যান্ড্রয়েড ফোন। নিহত যুবকের সামনের দুটি দাঁত ভাঙা ও মুখে রক্তের দাগ ছিল। নূরজাহান বেগমের ধারণা, মারপিট করার পর শ্বাসরোধ করে ওই যুবককে অন্য কোথাও হত্যা করা হয়। পরে মরদেহ সবার অগোচরে সড়কের পাশে ফেলে রাখা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মরদেহের পকেট থেকে যে ফোন পাওয়া গেছে, সেটা পরীক্ষা করে চোরাই মুঠোফোন বলে নিশ্চিত হওয়া গেছে। ফলে ফোনে থাকা নম্বরগুলো দিয়ে মরদেহটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলের অদূরে একটি বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ক্যামেরার ছবি বিশ্লেষণ করে ঘটনার রহস্য উন্মোচন করার চেষ্টা চলছে।