বাবার কোল থেকে নামার পরপরই ট্রাক্টরের চাপায় পিষ্ট হলো মেয়ে
পঞ্চগড়ে বাড়ির সামনে ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে চার বছর বয়সী একটি শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম আজিফা জান্নাত (৪)। সে ওই এলাকার গরুর খামারি আনোয়ারুল ইসলামের মেয়ে। তাঁর দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে আজিফা ছিল তৃতীয়। ঘটনার একটু আগেও আজিফাকে কোলে নিয়ে ছিলেন আনোয়ারুল। পরে তাঁর চোখের সামনেই মেয়ের মৃত্যু হয়।
শিশুটির পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম প্রথম আলোকে বলেন, সকালে আনোয়ারুলের বাড়ির বাইরের উঠান ভরাটের জন্য ট্রাক্টরে করে মাটি আনা হচ্ছিল। এ সময় বাড়ির বাইরে শিশুকন্যা আজিফাকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন আনোয়ারুল। মাটি ভরাটের স্থান দেখাতে গিয়ে একপর্যায়ে কোলের শিশুটিকে নামিয়ে দেন তিনি। এরই মধ্যে শিশুটি তার বাবার অজান্তে ট্রাক্টরের পেছনের দিকে চলে যায়। আকস্মিকভাবে ট্রাক্টরের চাকা আজিফার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, চোখের সামনে নিজের মেয়ের এমন মৃত্যু মানতে পারছেন না আনোয়ারুল। শিশুটির এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক আবু তাহের বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশের প্রাথমিক সুরতহাল করেছি। তবে এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।’