২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সিলেটে বিএনপি-জামায়াতের পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে পাঁচ মামলা

বিএনপির ডাকা হরতাল চলাকাালে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে হরতাল সমর্থকেরা। গতকাল সিলেটের বন্দরবাজার এলাকায়
ফাইল ছবি

সিলেটে গতকাল রোববার সকাল–সন্ধ্যা হরতাল চলাকালে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। আজ সোমবার সকালে এসব মামলা হয়। মামলায় ৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪৭০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মহানগরের দক্ষিণ সুরমা, বিমানবন্দর, জালালাবাদ থানায় একটি করে মোট তিনটি এবং কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা হয়েছে। এই পাঁচ মামলার মধ্যে তিনটির বাদী পুলিশ। অপর দুটি মামলা করেন ভুক্তভোগী দুই ব্যক্তি। তাঁরা তাঁদের গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা করেন।

অন্যদিকে পুলিশ মামলায় নাশকতা, ভাঙচুর, অবরোধ তৈরি করে জনভোগান্তি, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগ এনেছে। হরতাল চলাকালে আটক করা আটজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ প্রথম আলোকে বলেছেন, অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।