ভারতের মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

সচেতন ছাত্রসমাজের ব্যানারে সাদ অনুসারীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। রোববার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সামনের সড়কেছবি: প্রথম আলো

গাজীপুরের টঙ্গীতে ২০ ডিসেম্বর থেকে পাঁচ দিনের জোড় ইজতেমা আয়োজনের অনুমতি ও তাবলিগ জামাতের সাদপন্থীদের শীর্ষ মুরুব্বি ভারতের মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। সচেতন ছাত্রসমাজের ব্যানারে সাদপন্থীরা আজ রোববার সকাল ৯টা থেকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন শুরু করেন।

একপর্যায়ে সেখানে তাঁরা অবস্থান নেন। এতে চান্দনা-শিববাড়ী আঞ্চলিক মহাসড়কে চলাচল বিঘ্নিত হয়। বিকেল পৌনে চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সাদ অনুসারীরা দাবির পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।

আগামীকাল সোমবার রাত ১২টার মধ্যে দাবি পূরণ না হলে মঙ্গলবার সারা দেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্র ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও ঘোষণা দেওয়া হয়। পরে ছাত্রসমাজের পক্ষ থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা প্রতিবছর তাঁদের সর্বোচ্চ মুরব্বিদের নিয়ে জোড় ও ইজতেমা আয়োজনের সুযোগ পাচ্ছেন। এ বছরও তাঁরা টঙ্গীর ময়দানে তাঁদের সব মুরুব্বিকে (ভারত ও পাকিস্তান) নিয়ে পাঁচ দিনের জোড় ইজতেমা করেছেন। ন্যায্যতা ও ইনসাফের দাবি অনুসারে মাওলানা সাদ অনুসারীদেরও তাঁদের সর্বোচ্চ মুরুব্বিকে বাংলাদেশে এনে ২০ থেকে ২৪ ডিসেম্বর পাঁচ দিনের জোড় ইজতেমা করার সুযোগ দেওয়ার দাবি জানানো হচ্ছে। ন্যায্যতা ও ইনসাফ হিসেবে ব্যাপারটি নিয়ে আর কোনো ধরনের অস্থিতিশীলতা সচেতন ছাত্রসমাজ দেখতে চায় না।

স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সদর) ইলতুৎমিশ প্রথম আলোকে বলেন, মাওলানা সাদপন্থীরা গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই চূড়ান্ত।