খুলনায় বাসের চাপায় মাদ্রাসাশিক্ষক ও মুয়াজ্জিন নিহত
খুলনায় হরিণটানা থানার হোগলাডাঙ্গা এলাকায় বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন হরিণটানার রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে মো. বেল্লাল হোসেন (২৫) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া গ্রামের মো. কাউসারের ছেলে মো. শরিফুল ইসলাম (২২)। এর মধ্যে শরিফুল ইসলাম রাজবাঁধ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও বেল্লাল ওই এলাকার আয়েশাবাদ জামে মসজিদের মুয়াজ্জিন।
পুলিশ জানায়, ফজরের নামাজ পড়ে শরিফুল ও বেল্লাল একসঙ্গে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি হোগলাডাঙ্গার ভেতর থেকে মহাসড়কে ওঠার সময় খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক প্রথম আলোকে বলেন, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই বাস নিয়ে চালক পালিয়ে গেছেন। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।