সালমান এফ রহমানের গ্রেপ্তারের খবরে দোহার-নবাবগঞ্জে আনন্দমিছিল
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের খবরে ঢাকার দোহার ও নবাবগঞ্জ এলাকায় আনন্দমিছিল হয়েছে।
আজ মঙ্গলবার রাত ৮টার দিকে এই দুই উপজেলায় এ আনন্দমিছিল বের করা হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে যোগ দেন।
সালমান এফ রহমান ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান আজ সন্ধ্যার পর প্রথম আলোকে জানান, রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিভিন্ন গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে সালমান এফ রহমানের নির্বাচনী এলাকার বিক্ষুব্ধ জনতা আনন্দমিছিল বের করেন। নবাবগঞ্জে শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে বাগমারা বাজার প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় সাধারণ মানুষের সঙ্গে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মিছিল হয়েছে সালমান এফ রহমানের নিজ উপজেলা দোহারেও। সেখানে রাত সাড়ে ৮টায় জয়পাড়া ও উপজেলা সদরে আনন্দমিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।
সালমান এফ রহমান আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য হন। এরপর ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি পুনর্নির্বাচিত হন।
তবে তাঁর গ্রেপ্তারের সংবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও আনন্দ প্রকাশ করছেন। নবাবগঞ্জের যুবলীগ নেতা নুর আলম ফেসবুকে সালমান এফ রহমানের ছবি দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দোহার-নবাবগঞ্জবাসী অভিশাপমুক্ত হলো।’