‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ বলে স্লোগান, বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে চট্টগ্রাম নগরে হেফজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ মিছিল। আজ দুপুরেছবি: প্রথম আলো

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে আজ সোমবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া নগরের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করছে।

আজ দুপুরে নগরের ওয়াসা মোড়ে জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর আগে সকালে নগরের মুরাদপুর এলাকায় বিক্ষোভ করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইল বর্বরোচিত হামলা করে গাজা অঞ্চল ধূলিসাৎ করে দিয়েছে। তাঁরা নির্মমভাবে বর্বরোচিত হামলা করছে।

নগরের সবচেয়ে বড় জমায়েত হয় ২ নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে। দুপুরে বিপ্লব উদ্যানে বিক্ষোভ মিছিল করে অল স্টুডেন্টস ইউনিটি চট্টগ্রাম, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ইউনিটি ফোর্স বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি সংগঠন।

এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দিচ্ছিলেন। এ ছাড়া নগরের টাইগারপাস এলাকায় বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টি। বিকেল সাড়ে চারটার দিকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ ছাড়া চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবির, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রছাত্রী, হাজেরা তজু ডিগ্রি কলেজ ছাত্রছাত্রী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ওলামা জনতা ঐক্য পরিষদ, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, ছাত্রসেনা, যুবসেনাসহ বিভিন্ন ব্যানারে নগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ পালন করা হবে বলে জানা গেছে।