গাজীপুরে সাংবাদিক পরিচয়ে ম্যাজিস্ট্রেটের কাছে টাকা দাবি, পাঁচজনের কারাদণ্ড
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে সাংবাদিক পরিচয়ে আর্থিক সুবিধা চাওয়ায় এক নারীসহ পাঁচ ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময়ে তাঁদের কাছ থেকে একটি ফিটনেসবিহীন মাইক্রোবাস, চ্যানেলের বুম ও বিভিন্ন পত্রিকার ভিজিটিং কার্ড জব্দ করা হয়। আজ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে সহকারী কমিশনারের (ভূমি) উম্মে হাফছা নাদিয়ার কার্যালয়ে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নেত্রকোনার সদর এলাকার মনিরুজ্জামান (৫৪), গাজীপুরের পূবাইল করমতলা এলাকার মাজহারুল ইসলাম ওরফে অনিক দেওয়ান (২৪), টঙ্গী আরিচপুর এলাকার নাজমুল ইসলাম ওরফে সেলিম সরকার (৩৪), টঙ্গী এরশাদনগর এলাকার কামরুজ্জামান (২৪) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইবপুর গ্রামের ফখরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার (১৯)।
এর মধ্যে মনিরুজ্জামান নিজেকে বিটিভির খোঁজখবর অনুষ্ঠান ও সাপ্তাহিক এশিয়া বার্তার সাব-এডিটর পরিচয় দেন। মাজহারুল ইসলাম ওরফে অনিক দেওয়ান নিজেকে দৈনিক আজকের আলোকিত সকালের ক্রাইম রিপোর্টারের পরিচয় দেন। একই পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি পরিচয় দেন টঙ্গী আরিচপুর এলাকার নাজমুল ইসলাম ওরফে সেলিম সরকার ও কামরুজ্জামান। একই পত্রিকার রিপোর্টার পরিচয় দেন রোজিনা আক্তার।
পুলিশ জানায়, সাংবাদিক পরিচয় দিয়ে ওই পাঁচ ব্যক্তি সাদা রঙের একটি মাইক্রোবাস করে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়ার কাছে গিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাঁরা দুপুরে খাওয়া ও যাতায়াতের জন্য কিছু টাকা দাবি করেন। টাকা দাবি করায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজুর রহমান জানান, ওই পাঁচজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।